Islami blog bd

 


একটি পরিপুর্ণ ইসলামী বাংলা ব্লগ সাইট (Blog Site)। ইসলাম ধর্মকে জানা ও বোঝার জন্য একটি নিরবিচ্ছিন্ন প্লাটফর্ম।

ওয়েব সাইটের মুল্যলক্ষ হলো - আল কুরআন ও সহিহ হাদিসগুলো তুলে ধরা, ইসলামিক স্বাপত্য নিদর্শন, ইতিহাস খ্যাত স্থান সম্পর্কে আলোচনা করা।মুসলিম স্কলারদের জীবন ও কর্মকান্ড তুলে ধরা।এতে আমরা ইসলামের মৌলিক বিষয়াদি তুলে ধরতে চেষ্টা করবো।

আপনারা আমাদের লেখা গুলো পড়ুন এবং নিজেরা লেখা পাঠান। আমাদের ভুলগুলো সম্পর্কে পরামর্শ দিন আমাদের সংশোধনের জন্য মন্তব্য করুন।যাতে করে আপনাদের অংশগ্রহনে islamiblogbd.com একটি পরিপুর্ণ নিভুল ও আস্থা রাখার মত অনলাইন প্লাটফর্ম হিসাবে গড়ে ওঠে।

আমাদের কে লিখতে পারেন পরিপুর্ণ ক্রেডিটসহ তা প্রকাশ করা হবে।

islamiblogbd.com  সমম্পূর্ণ বিনা মূল্যে, কোন রকম বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই বিশ্বের সর্বত্র শুদ্ধ ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসার ঘটাতে চায়। ইসলামকে উপস্থাপন করার অভিপ্রায় থেকে এ আমাদের এক ক্ষুদ্র প্রয়াস।

এই ওয়েবসাইটি কোন বিশেষ মতাবলম্বী, রাজনৈতিক দল বা সংগঠনের সাথে কোনো রকম সংশ্লিষ্টতা নেই। এই ওয়েবসাইটির প্রধান উদ্দেশ্য হচ্চে ইসলামের সঠিক জ্ঞানকে সকল বাংলা ভাষী মানুষের কাছে পোঁছে দেয়া। এই ওয়েবসাইট পাওয়া যাচ্ছে এমন কোন উপকরণের লেখক, বক্তা, প্রকাশক, সহযোগী প্রতিষ্ঠান বা দলের সাথে islamiblogbd.com এর কোন রকম চুক্তিবদ্ধতা /সংশ্লিষ্টতা নেই। এখানে প্রাপ্ত সকল উপকরণের মৌলিক উদ্দেশ্য জ্ঞান অর্জন।

ধন্যবাদ সাথে থাকার প্রত্যাশায়।

islamiblogbd.com team 

No comments:

Post a Comment