ইসলামিক স্ট্যাটাস পিকচার এর মাধ্যমে ফেসবুক, ওয়েব পেজ ও ওয়েব সাইটের মাধ্যমে ভালো কাজ করা যায়। আমরা বর্তমান ফেজবুক, ইউটিউব ও ইন্টারনেটের যুগে অশ্লীল বিষয় নিয়ে মেতে থাকি।
ফেজবুকের মতো সোশ্যাল সাইটেও বিভিন্ন পোষ্ট করি।লাইক, কমেন্ট ও শেয়ার করে থাকি।যার অধিকাংশ অশ্লীল। যা আমদের ফ্যান ফলোয়ার বৃদ্ধি করে এবং শেষ পর্যন্ত গোনাহের কাজে অগ্রসর করে থাকে।
তাই বেশি বেশি ইসলামিক স্ট্যাটাস পিকচার শেয়ার আমাদের নিউজ ফিড তথা ফেজবুকের পরিবেশ সুস্থ রাখা নিশ্চিত করে।সে সাথে আমরা ইসলাম প্রচারে ভুমিকা রাখতে পারবো।
আমাদের এই আর্টিকেলে ইসলামিক স্ট্যাটাস পিকচার সহ দেওয়া থাকবে যাতে করে আপনার বন্ধু-বান্ধব,পরিবার ও আত্মীয় সজনের সাথে এগুলো শেয়ার করতে পারেন।
এগুলো পোষ্ট করে শেষপর্যন্ত আপনি ইসলাম প্রচারে ভুমিকা রাখতে পারেন এবং অসীম সওয়াব অর্জন করতে পারেন।
তাই মানুষের অশ্লীল মানুষিকতাকে পরিবর্তনের জন্য এই ইসলামিক স্ট্যাটাস পিকচারগুলো শেয়ার করবো।যাতে করে মানুষের মাঝে মনুষত্ববোধ জাগ্রত হয়।
অন্যায় ও অপরাধমুলক কাজ থেকে দূরে থাকতে পারে।আল্লাহ সকলকে ইসলামের সুশীতল আশ্রয়ের নিচে স্থান দিক এই কামনা করি।
ইসলাম একটি পরিপূর্ন জীবন বিধান।ইসলামের রয়েছে দুইটি মৌলিক দলিল।আল কুর'আন ও আল হাদীস।আপনি যখন কুর'আন ও হাদিস থেকে কথা বলবেন তখন তা হবে পুর্নভরা কাজ।
আপনারা যদি অনলাইনে ইসলামিক স্ট্যাটাস পিকচার অন্যের কাছে শেয়ার করতে চান তবে নিচের অসংখ্য ইসলামিক স্টাটাস এর ছবি থেকে শেয়ার করুন। নিয়মিত পোষ্ট পেতে আমাদের ফেজবুক পেইজে লাইক দিন।
ইসলামিক স্ট্যাটাস
১।'কুরআনের' সৌন্দর্য হল আপনি এর বার্তা পরিবর্তন করতে পারবেন না, তবে এর বার্তা আপনাকে পরিবর্তন করতে পারে।
২।যারা আল্লাহকে ভালোবাসেন তাদের কাছাকাছি থাকুন কারণ তারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে।
৩।আল্লাহ কারো মঙ্গল করতে চাইলে তাকে পরীক্ষা নেন।
৪। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম সম্পাদন করে, তাদের অর্ভ্যথনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস।
৫।আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক দুটি মেয়ে সন্তানকে লালন-পালন করবে, আমি এবং সে এভাবে একসাথে পাশাপাশি জান্নাতে যাব। এই বলে তিনি নিজের হাতের দুটি আঙ্গুল একত্র করে ইশারায় বুঝিয়ে দিলেন।
৬।যদি আল্লাহ আপনাকে তাকে স্মরণ করার জন্য নির্দেশনা দেন তবে এটি একটি চিহ্ন যে আল্লাহ আপনাকে ভালবাসেন।
৭।ইসলাম কোন নিয়ম কানুন নয়। এটি জীবন এবং জগতকে দেখার একটি উপায়।
৮।নারী ও পুরুষ তাদের কাজের জন্য সমান পুরস্কার রয়েছে।
জীবন সম্পর্কে ইসলামিক উক্তি
৯।আল্লাহ কোন আত্মাকে তার সামর্থ্যের চেয়ে বেশি বোঝা দেন না।
১০।কুরআন ও হাদিস অনুযায়ী জীবন যাপন করলে মনে শান্তি পাবেন।
১১।প্রতি রাতে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আল্লাহর কাছে এক ধাপ এগিয়ে গেছেন নাকি এক ধাপ দূরে?
islamic quote - www.islamiblogbd.com |
১২।পার্থিব জীবন সংক্ষিপ্ত, তাই আল্লাহর দিকে ফিরে আসার আগে আল্লাহর দিকে ফিরে যাও।
১৩।আমি আল্লাহকে বললাম, আমি জীবনকে ঘৃণা করি। তিনি উত্তর দিলেন, “কে তোমাকে জীবনকে ভালোবাসতে বলেছে? শুধু আমাকে ভালবাস এবং জীবন সুন্দর হবে।
কঠিন সময়ের জন্য ইসলামিক বাণী
১৪।আপনার যদি এমন কোনো বন্ধু থাকে যে আল্লাহকে ভয় করে, আপনি তাকে বিশ্বাস করতে পারেন। তিনি আপনাকে আপনার কষ্টে সময় ছেড়ে যাবেন না।
১৫।সর্বোত্তম সম্পদ হল অসুবিধার মধ্যে ধৈর্য ধারণ করা।
১৬।আল্লাহর কাছে আপনার সমস্যা এবং কষ্টের কথা বলুন কারণ তিনিই যাতে আপনার জন্য সেগুলি সমাধান করতে পারেন।
১৭।প্রতিটি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত এবং প্রতিটি নেয়ামত আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা।
islamic quote - www,islamiblogbd.com |
১৮।আল্লাহ তার সবচেয়ে শক্তিশালী সৈন্যদের কঠিনতম যুদ্ধ দেন।
ইসলামী সংবাদ - মাইকে আযানের অনুমতি
অনুপ্রেরণামূলক ইসলামিক স্ট্যাটাস
১৯।দুআ (দোয়া) আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে।
২০।একবার নামায অভ্যাসে পরিণত হলে সফলতা হয়ে ওঠে জীবনধারা।
২১।আল্লাহ একটি কারণের জন্য লোকেদের আপনার জীবনে রাখেন এবং একটি ভাল কারণে তাদের আপনার জীবন থেকে সরিয়ে দেন।
২২।আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন, তাহলে আপনি সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন।
২৩।তাকওয়ার মাত্রা ছাড়া কালো, সাদা, আরব, অনারবের মধ্যে কোনো পার্থক্য নেই!
২৪।হে আল্লাহ, দয়া করে আমাদের এমন চোখ দান করুন যা মানুষের মধ্যে সবচেয়ে ভালো দেখতে পায়, এমন হৃদয় যা খারাপকে ক্ষমা করে, এমন মন যা খারাপ ভুলে যায় এবং এমন আত্মা যা কখনো বিশ্বাস হারায় না। আমিন।
ইসলামিক স্ট্যাটাস বাংলা এর মাধ্যমে মেসেজ
২৫।প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দিন এবং পরিষ্কার চিত্তে ঘুমান।
২৬।আল্লাহ ন্যায়বিচার, দয়া ও সদাচরণ আদেশ করেন। তিনি অন্যায়, অনৈতিকতা, অত্যাচার নিষেধ করেন।
২৭।আল্লাহ তোমাকে রক্ষা করতে চাইলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, আল্লাহ তোমাকে শাস্তি দিতে চাইলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন।
২৮।কোন পরিমাণ অপরাধবোধ অতীতকে পরিবর্তন করতে পারে না এবং কোন পরিমাণ উদ্বেগ ভবিষ্যতকে পরিবর্তন করতে পারে না।
২৯।আপনি যখন আল্লাহর উপর ভরসা রাখেন যা সফল হওয়ার জন্য যথেষ্ট এবং আল্লাহ অবশ্যই আপনার প্রয়োজনে আপনাকে সাহায্য করবেন, শুধু তার উপর ভরসা রাখুন।
৩০।আমাদের প্রভু! যেদিন হিসাব কায়েম হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং (সকল) মুমিনদেরকে ক্ষমা করুন।
ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন।আমাদের ফেজবুক পেইজে লাইক দিয়ে অনুপ্রাণিত করুন।
No comments:
Post a Comment