ইসলামী সংবাদ - মাইকে আযানের অনুমতি

 

ইসলামী সংবাদ

ইসলামী সংবাদ আজকে জানাবো এক বিষ্ময়কর খবর। পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে পঞ্চাশ লক্ষ মুসলিম আছে কিন্তু মাইকে আযান হয় না।

আছে ৯০০ এর বেশি মসজিদ কিন্তু মাইকে আযাজ দেওয়া নিষেধ। মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিম তারপরও এই সুবিধা থেকে তারা বঞ্চিন।

দেশটি নাম হলো জার্মানি ( ইসলামী সংবাদ )

কি বিশ্বাস হচ্ছে না। এতো সভ্য একটি দেশ। যারা মানবধিকারের কথা বলে। সবাই স্বাধীন, কথা বলায় স্বাধীন, কর্মে স্বাধীন।

বিরাট এক জনগোষ্ঠি এই অধিকার থেকে বঞ্চিত রাখার দুর্নাম অচিরে ঘুচাতে চলেছে জার্মান।

জার্মানির কোলন শহর এই দুর্নামে ঘুচাতে স্বচেষ্ট হয়েছে।

কোলন শহরের এহরেনফেল্ড এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদ।

আজ শুক্রবার থেকে (১৪ অক্টোবর ২০২২) থেকে মাইকে শর্ত স্বাপেক্ষে জুমার আজান দেওয়া অনুমতি দেওয়া হচ্ছে।

তুরস্কের নাগরিকদের সংগঠন ডিটিবি ও কোলন শহর কতৃপক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়।

এই চুক্তির মধ্য দিয়ে মাইকে জুমা'র আযান দেওয়ার বিষয়টি চুড়ান্ত হয়।

যেহেতু মাইকে আযান দেওয়া জার্মানিতে নিষেধ, তাই কোলন শহরের কর্মকর্তারা একটি ব্যতিক্রম সিদ্ধান্ত নিলেন।

কোলন শহরের কর্মকর্তাদের ভাষ্য

শহরের অনেক মুসলমানদের প্রতি সন্মান প্রদর্শনের জন্য এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছেন।

স্থানীয় মিডিয়ার সুত্রে জানা গিয়েছে, চুক্তি অনুযায়ী প্রতি শুক্রবার দুপুর ১২থেকে বেলা ৩টার মধ্যে সর্বোচ্চ ৫ মিনিট আযান দিতে পারবেন মুয়াজ্জিন।

তবে সেখানেও শর্ত আছেন। শব্দের নিদ্দিষ্টি মাত্রা হতে হবে ৬০ ডেসিবেলের মধ্যে।

আপাতত দুই বছরের জন্য এই পাইলট প্রকল্পের জন্য কার্যকর থাকবেন। এই স্বিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্কের নাগরিকদের সংগঠন।

মসজিদ পরিচালনাকারী সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রহমান আতসয় স্থানীয় গনমাধ্যমকে বলেছেন, আমরা খুব খুশি।

এর মাধ্যমকে বলেছেন, আমরা খুব খুশি। এর মাধ্যমের সবাই জানবে যে মুসলমানা এখানে রয়েছে।

২০১৮ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মানি সফরকালে কোলন সেন্ট্রাল মসজিদটি উদ্বোধন করেছিলেন।

এইভাবে ইসলামের আলোকিত মশাল ইউরোপের ভিন্ন দেশে ছড়িয়ে পড়বে বলে সেখানে বসবাসরত মুসলিমরা মনে করেন।

এখন শুধু অপেক্ষা দুই বছর পরে তাদের প্রানপ্রিয় কোলন শহরের কর্মকতারা এই আদেশ বর্ধিত করেন কিন?

বিষয়টি শেয়ার করুন।আর নতুন তথ্য পেতে আমাদের সাইট ভিজিট করুন। আল্লাহ ভালো কাজের সহায় হোন।