জাপানে জুয়ার আসর ভেঙ্গে নির্মিত হচ্ছে সবচেয়ে বড় মসজিদ (japan)

largest mosque


বড় জুয়ার আসর ছিলো জাপানে যা ভেঙে তৈরী করা হচ্ছে সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স।


জনপ্রিয় এই জুয়ার আসর এবং বিউটিফুল ভবন সহ জায়গাটি ক্রয় করতে প্রায় ১৮০,০০০,০০০ জাপানি ইয়েন বা ১৬ লাখ ৬২ হাজার মার্কিন ডলার মতো খরচ হয়েছে।


জাপানের মেগা সিটি টোকিও এর ঠিক গা ঘেঁষেই সাইতামা প্রিপেকচারের কোশিগায়া শহরের গামো স্টেশন এলাকায় এটি নির্মিত হচ্ছে।


এখানে একসঙ্গে সর্বসাকুল্যে প্রায় ২ হাজার লোক নামাজ আদায় করতে পারবে।


গামো স্টেশন থেকে মাত্র ১০ মিনিটের হাঁটার দূরত্বে অত্যাধুনিক এই মসজিদ কমপ্লেক্সটির কার্যক্রম অতি তাড়াতাড়ি শুরু হচ্ছে। আর দখল করে নিচ্ছে জাপানের বিশাল আয়তনের মসজিদের স্থান।


দেড় হাজার স্কয়ার মিটার আয়তনের এই বিশাল সুস্বজ্জিত কমপ্লেক্সটি কার্যক্রম শুরু হলে এটি হবে জাপানের সবচেয়ে মসজিদ কমপ্লেক্স।


মসজিদটির নাম দেওয়া হয়েছে আরবী নাম অনুসারে ‘বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স’। শিগগিরই বিশাল এ মসজিদটির কার্যক্রম শুরু হচ্ছে।


এই মসজিদে যা যা  থাকছে শিক্ষা ও গবেষণা বিষয়ক কার্যক্রম পরিচালনা, আগত অতিথিদের আবাসন ও ইসলামি সংস্কৃতি বিনিময়ে জন্য ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ও ইসলামের প্রচার এবং প্রসারের জন্য দাওয়াতি বিভাগ। 


দুনিয়ার সকল প্রান্তের সকল ধর্ম-বর্ণের মানুষ বিশেষ করে যারা জাপানে বাস করে তারা ২৪ ঘন্টা ইসলামি সংস্কৃতি ও মুল্যবোধ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। এখানে থাকবে অসংখ্য গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল কার স্টেশন।


সূত্র: ইমান২৪.কম

No comments:

Post a Comment