সূরা আল ফাতিহা - Surah Al-Fatihah Ayah 1
( বিছমিল্লা-হির রাহ'মা-নির রা'হীম )
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
( Bismi Allāhi Ar-Raĥmāni Ar-Raĥīmi )
In the name of Allah, Most Gracious, Most Merciful.
সূরা আল ফাতিহা - Surah Al-Fatihah Ayah 2
( আল্ হামদুলিল্লা-হি রাব্বিল 'আলামিন। )
যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
( Al-Ĥamdu Lillāhi Rabbi Al-`Ālamīna )
যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
( Al-Ĥamdu Lillāhi Rabbi Al-`Ālamīna )
Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds;
সূরা আল ফাতিহা - Surah Al-Fatihah Ayah 3 and 4
( আর্রাহ' মা-নির রাহীম। )
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
( Ar-Raĥmānir-Raĥīm )
( Ar-Raĥmānir-Raĥīm )
Most Gracious, Most Merciful;
( মা-লিকি ইয়াওমিদ্দীন )
সূরা আল ফাতিহা - Surah Al-Fatihah - Ayah 5,6 and 7
(ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যা-কা নাছ্তা'ঈন। )
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
('Īyāka Na`budu Wa 'Īyāka Nasta`īnu)
Thee do we worship, and Thine aid we seek.
(ইহ্দিনাস্সিরা-তাল মুছ্তাকীম)
আমাদেরকে সরল পথ দেখাও,
(Ihdinā Aş-Şirāţa Al-Mustaqīma)
Show us the straight way,
(সিরা-তল্লাযীনা আন্ আমতা আলাইহিম গাইরিল মাগদুবি 'আলাহিম ওয়াল্লাদ্দ~লীন)
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
(Şirāţa Al-Ladhīna 'An`amta `Alayhim Ghayri Al-Maghđūbi `Alayhim Wa Lā Ađ-Đāllīna )
No comments:
Post a Comment