হাদীস - সহীহ বুখারীর প্রথম ও শেষ হাদীস (Hadith - The first and last hadith of Sahih Bukhari)


হাদীস গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে বুখারী শরীফ। ছয় খানা বিশুদ্ধ হাদিস গ্রন্থ যাকে সিয়াসিত্তা বলা হয়।তারমধ্যে সর্ব প্রথমে যার নাম আসে সেটা হচ্চে বুখারী শরীফ।


এক নজরে বুখারী শরীফঃ

১। সহীহ বুখারী

হাদীসগুলো যিনি সংগ্রহ করেছ অর্থাৎ সংকলকের নাম: মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম ইবনে মুগীরা বিন বারদিযবাহ।তিনি বুখারা নগরীতে জম্ম গ্রহন করেছিলেন বলে তার নামে বুখারী উপাদি যক্তু করা হয়। (ref- ইমাম বুখারী বাংলা উইকিপিডিয়া।)

জন্ম: ১৯৪ হিজরী

ওফাত: ২৫৬ হিজরী

জীবন কাল: ৬২ বছর

হাদীস সংখ্যা: ৭৩৯৭টি

১.‘আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) হতে বর্ণিত। আমি ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরাত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশে- তবে তার হিজরত সে উদ্দেশেই হবে, যে জন্যে, সে হিজরত করেছে।

Narrated 'Umar bin Al-Khattab:

I heard Allah's Messenger ((peace be upon him)) saying, "The reward of deeds depends upon the intentions and every person will get the reward according to what he has intended. So whoever emigrated for worldly benefits or for a woman to marry, his emigration was for what he emigrated for."


এটি একটি সহিহ ও বিখ্যাত হাদীস। সকল কাজ কোন উদেশ্য নিয়েই করা হয়ে থাকেন। আর প্রতিটি কাজের উদ্দেশ্য হচ্ছে আসল। আর আপনার অন্তরের ইচ্ছা একমাত্র আপনি আর আল্লাহ তালাহ জানেন।যেকোন আমল করতে হবে একমাত্র আল্লাহ্‌ তাআ’লাকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়াবি কোন লাভ, মান-সম্মান, লোকের প্রশংসা, ভালবাসা ইত্যাদির আশায় করলে সেই এবাদত গ্রহনযোগ্য হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনকিছুর জন্য কোন ইবাদত করলে সেটা বাতিল বলে গন্য হবে।


বুখারী শরীফের শেষ হাদীসঃ

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত।তিনি বলেন, নবী (সাঃ) বলেছেন।দুটি কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, কিন্তু পড়তে খুব সহজ, আর মীযানের পাল্লায় খুব ভারি : সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম।

Narrated from Abu Hurairah. He said that the Prophet (peace and blessings of Allaah be upon him) said: The two words are very dear to Allaah, but very easy to read, and very heavy in the scales:

No comments:

Post a Comment