কাকরাইল মসজিদ - বাংলাদেশের তাবলীগ জামাতের প্রধান কেন্দ্র (kakrail mosque - bangladesh)

 

কাকরাইল মসজিদ - বাংলাদেশ 

কাকরাইল মসজিদ


কাকরাইল মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় রমনা পার্কের পাশে অবস্থিত একটি মসজিদ। এটি বাংলাদেশে তাবলীগ জামাতের মারকায বা প্রধান কেন্দ্র। ১৯৫২ সালে এই মসজিদটি তাবলীগ জামাতের মারকায হিসেবে নির্ধারিত হয়। মসজিদটির আদি নাম ছিল মালওয়ালি মসজিদ।

No comments:

Post a Comment